সমৃদ্ধ গোবিন্দগঞ্জ গড়ার প্রত্যয়ে সাংবাদিকদের মুখোমুখি ডা. আব্দুর রহিম সরকার
তৌফিকুল ইসলাম প্রধান (মহন), গোবিন্দগঞ্জ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুর রহিম সরকার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। বুধবার বিকাল ৪টায় উপজেলা জামায়াত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, প্রচার সেক্রেটারি মাজহারুল ইসলাম, আবু আল মাহমুদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ডাঃ আব্দুর রহিম সরকার বলেন, “সমৃদ্ধ গোবিন্দগঞ্জ গড়তে আমি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। জনগণের পাশে থাকার কারণে ফ্যাসিস্ট সরকারের আমলে আমাকে দীর্ঘদিন অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছিল। এরপরও প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে গোবিন্দগঞ্জবাসীর কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলাম।”
তিনি আরও বলেন, “রাস্তা-ঘাট সংস্কার, দুর্ঘটনায় নিহত ও আহতদের আর্থিক সহযোগিতা, বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানামুখী সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
ডাঃ রহিম বলেন, “নদীভাঙন প্রতিরোধ, সুগার মিল চালু, ইপিজেড নির্মাণ, কোচাশহরকে শিল্পনগরী ঘোষণা এবং স্বাস্থ্য ও মানসিক বিকাশে শিশুদের জন্য বিনোদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে আমি অনেক আগ থেকেই বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ নির্বাচিত হলে সমৃদ্ধ গোবিন্দগঞ্জ গড়ে তুলতে মাদক ও দুর্নীতিকে চিরতরে বিদায় জানানো হবে।” পাশাপাশি তিনি সাংবাদিকদের কল্যাণে সবসময় পাশে থেকে তাদের পেশাগত উন্নয়নে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বিআলো/ইমরান



