সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গৌরীপুরে ছাত্রশিবিরের মতবিনিময় সভা
আব্দুর রউফ দুদু, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “জুলাই বিপ্লব পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় গৌরীপুর পৌর শহরের ঐতিহাসিক শহীদ হারুন পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সালেহীন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শাহ ওয়ালী উল্লাহ ও কলেজ সেক্রেটারি সাইফুল মাসুমের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ইউসুফ ইসলাহী বলেন,
“জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মেধা ও নৈতিকতার সমন্বয়ে আগামীর নেতৃত্ব তৈরি করাই আমাদের লক্ষ্য।”
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বদরুজ্জামান বলেন,
“তরুণরাই একটি জাতির মেরুদণ্ড। দেশের ক্রান্তিলগ্নে ছাত্র সমাজ যেভাবে বুক পেতে দিয়েছিল, ঠিক সেভাবেই দেশ গড়ার কাজেও তাদের মেধা ও শ্রম বিনিয়োগ করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম হামিম, গৌরীপুর উপজেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট সৈয়দ গোলাম সারওয়ার এবং ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের আল মাহমুদ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, উপজেলা যুব বিভাগের সভাপতি আবদুল বারি, উপজেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা সুলতান আহমদ, মাওলানা ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি জহিরুল ইসলাম এবং পৌর জামায়াতের সভাপতি ডা. আব্দুর নূরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীর উপস্থিতিতে সভাটি এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিআলো/ইমরান



