সম্পূর্ণ বিদ্যুৎচালিত হাইব্রিড কার্গো বিমান উন্মোচন করল আমিরাত
আর্ন্তজাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম বৈদ্যুতিক হাইব্রিড কার্গো বিমান উন্মোচন করে নতুন এক মাইলফলক স্থাপন করেছে। ১৩ নভেম্বর আবুধাবিতে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আধুনিক এই বিমানটির উদ্বোধন করেন।
আমিরাতের উদীয়মান প্রযুক্তি প্রতিষ্ঠান লুদ অটোনোমাস তৈরি করেছে ‘হেলি’ নামের এই কার্গো বিমান। যদিও একে হাইব্রিড বলা হচ্ছে, এর মূল শক্তি সম্পূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থার ওপরই নির্ভরশীল। নতুন প্রজন্মের কার্গো পরিবহন সক্ষম করতে প্রতিষ্ঠানটি এটিকে বিশেষভাবে ডিজাইন করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাতার আল মান্নায়েই জানান, পূর্ণ চার্জে হেলি প্রায় ২৫০ কেজি মাল বহন করে ৭০০ কিলোমিটার পর্যন্ত বিরতিহীনভাবে উড়তে সক্ষম। দুর্গম অঞ্চল বা যেখানে প্রচলিত রানওয়ে–ভিত্তিক অবকাঠামো নেই, সেসব স্থানে হেলি প্রচলিত জ্বালানিচালিত কার্গো বিমানের তুলনায় আরও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে তিনি মনে করেন।
তার ব্যাখ্যা অনুযায়ী, দীর্ঘপাল্লার বৈদ্যুতিক বিমান নির্মাণ ছিল সবচেয়ে কঠিন বিষয়। প্রচলিত ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়- এ কারণেই আকাশপথে যাত্রার সময় চার্জ সংকট বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় হেলির জন্য তৈরি করা হয়েছে বিশেষ ধরনের প্রপেলার, যা শক্তি ব্যবহার কমিয়ে দক্ষতা বাড়ায়। পাশাপাশি যুক্ত করা হয়েছে একটি সহায়ক জেনারেটর, যাতে ব্যাটারির শক্তি কমে গেলেও বিমানটি যাত্রাপথে থমকে না যায়।
মাতার আল মান্নেই আরও জানান, বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থার দিকে বিশ্বের দ্রুত ঝুঁকে পড়ার সময়ে ‘হেলি’ শুধু আমিরাতের প্রযুক্তিগত সক্ষমতাই তুলে ধরছে না, বরং ভবিষ্যতের পরিবহন কাঠামো কেমন হতে পারে সে সম্পর্কে এক বাস্তব উদাহরণও তৈরি করছে। সূত্র: গালফ নিউজকে
বিআলো/শিলি



