সম্মাননা পেলেন সাংবাদিক জাওহার ইকবাল
মো.ইমরান হোসেন: সাংবাদিকদের বৃহত্তর সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মির্জাগঞ্জ জার্নালিস্ট ফোরাম পক্ষ থেকে সম্মাননা পেলেন বাংলাদেশের আলো পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক জাওহার ইকবাল। সম্মাননা তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। গত শুক্রবার (৮ আগস্ট) নগরীর এক রেস্তোরায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঢাকায় বসবাসরত ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশ ক্রান্তিকালের মধ্যদিয়ে চলছে। গণতন্ত্র নেই বললেই চলে। দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে স্বাধীন সাংবাদিকতার বিকল্প নেই।
তিনি বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের সাংবাদিকরা সবচেয়ে বেশি অবহেলিত ছিলো। এই দীর্ঘ সময়ে অনেক সাংবাদিক গুম ও খুনের শিকার হয়েছেন, যে কারণে সঠিক তথ্য পাওয়া থেকে বঞ্চিত হয়েছে দেশবাসী। গাজীপুরে সাংবাদিক হত্যার প্রসঙ্গ তুলে এই বিএনপি নেতা বলেন, ফ্যাসিবাদী সরকার যেভাবে সাংবাদিকদের উপর নীপিড়ন চালিয়েছিলো, সেই ধারাবাহিকতা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও। আলতাফ চৌধুরী আরো বলেন, দেশজুড়ে খুন রাহজানি থেকে মুক্তি পেতে হলে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন। সেই লক্ষ্যে সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সাংবাদিকদের বৃহত্তর সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মির্জাগঞ্জ জার্নালিস্ট ফোরাম সম্মাননা গ্রহণ করেছেন জাওহার ইকবাল খান। এ সময় জাওহার ইকবাল বলেন, যার হাত থেকে সম্মাননা নিয়েছি তিনি আমার অত্যন্ত প্রিয়, শ্রদ্ধাভাজন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, সাবেক বিমান বাহিনীর প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এয়ার ভয়েস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। নিজ উপজেলা সাংবাদিক পরিবারের কাছ থেকে সম্মাননা পেয়ে আমি অভিভূত, পুলকিত, আবেগ-আপ্লুত। কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্মাননা সিলেকশন কমিটি কাছে।
বিআলো/ই