• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সরকারি হাজীদের ৮ কোটির বেশি টাকা ফেরত দেবে সরকার: ধর্ম উপদেষ্টা 

     dailybangla 
    13th Jul 2025 5:39 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪৯৭৮ জন হাজীকে বাড়িভাড়া ও সার্ভিস চার্জ বাবদ মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

    রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

    ধর্ম উপদেষ্টা বলেন, সরকার হজে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য রাখে না। হাজীদের সেবা করাই সরকারের মূল ব্রত। বাড়িভাড়া ও সার্ভিস চার্জ কিছু ক্ষেত্রে কম হওয়ায় সরকারি মাধ্যমের হাজীদের প্যাকেজ খরচে উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ৪ ও ৬ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজ: প্রতি হাজীকে ৫,৩১৫ টাকা, ৪ নম্বর বাড়িতে শর্ট প্যাকেজ: প্রতি হাজীকে ২৩,০২৭ টাকা, ৫ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজ: ১৩,৫৭০ টাকা। ১ নম্বর বাড়ি: পূর্ণ প্যাকেজ ১৯,১৯২ টাকা, শর্ট প্যাকেজ ৫১,৬৯২ টাকা, ২ নম্বর বাড়ি: পূর্ণ প্যাকেজ ২১,১৪২ টাকা, শর্ট প্যাকেজ ৫৩,৬৪২ টাকা, ৩ নম্বর বাড়ি: পূর্ণ প্যাকেজ ২৪,২৬২ টাকা।

    এই টাকা সরাসরি হাজীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, এবং কাউকে কোনো ধরনের মোবাইল ফিনান্সিয়াল সেবার (বিকাশ, রকেট ইত্যাদি) পিন বা তথ্য দিতে হবে না বলেও সতর্ক করেন তিনি।

    ড. খালিদ জানান, এ বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ “একটি মাইলফলক” অর্জন করেছে। ২০২৫ সালের সব হজযাত্রী নিবন্ধিত হয়, সৌদি আরবে যথাসময়ে তাবু, বাড়িভাড়া, ভিসা ও পরিবহনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন করা হয়।

    তিনি বলেন, এবার কারো চোখে জল আসেনি, কোনো ফ্লাইট বিপর্যয় হয়নি, হট্টগোল হয়নি। সবাই নির্বিঘ্নে হজ সম্পন্ন করেছেন।

    উপদেষ্টা বলেন, হাজীদের রিফান্ড বা অনুদান নিয়ে কেউ ফোন করে পিন চাইলেই বুঝবেন সে প্রতারক। সরকার বা ধর্ম মন্ত্রণালয় কাউকে ফোন করে এমন কোনো তথ্য চায় না।

    এ বছর হজের সময় ৪৫ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন এবং ৮৯২ জন হজযাত্রী হারিয়ে গেলেও ৮৯১ জনকেই পুনরুদ্ধার করা গেছে বলে জানান তিনি।

    ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ বিমান, সিভিল এভিয়েশন, স্বাস্থ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হাব, সাউদিয়া ও ফ্লাইনাসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, এবার হজ ব্যবস্থাপনায় টীম স্পিরিটের প্রতিফলন ঘটেছে।

    সংবাদ সম্মেলনে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930