সরকার এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তারেক
নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কঠোরভাবে দুর্নীতি দমন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তারেক রহমান বলেন, অতীতে বিএনপি প্রমাণ করেছে যে দুর্নীতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা তাদের রয়েছে। তিনি দাবি করেন, ২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠনের পর দেশ ধীরে ধীরে দুর্নীতির কবল থেকে বেরিয়ে এসেছিল।
তিনি আরও বলেন, বিএনপির ভবিষ্যৎ সরকার গৃহীত উন্নয়ন পরিকল্পনায় কেউ দুর্নীতির মাধ্যমে বাধা সৃষ্টি করলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করাই হবে সরকারের প্রধান অগ্রাধিকার।
দুই দশক পর চট্টগ্রামে জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। চেয়ারম্যান হিসেবে নির্বাচনি প্রচারের দ্বিতীয় পর্ব তিনি শুরু করেন এই নগরী থেকেই।
বিআলো/শিলি



