• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সরবরাহ বাড়লেও কমছে না শীতকালীন সবজির দাম 

     dailybangla 
    21st Nov 2025 8:35 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাঁচাবাজারগুলো শীতকালীন সবজিতে ভরপুর হলেও দাম এখনো ক্রেতার নাগালের বাইরে। সরবরাহ বাড়লেও অধিকাংশ সবজি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গতকাল শুক্রবার সকালে বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

    খিলক্ষেতের ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম সামান্য কমেছে। তবে সমগ্র বাজারে উচ্চদামের কারণ হিসেবে তারা সিন্ডিকেটকেই দায়ী করছেন। তাদের অভিযোগ, পাইকারিতে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও উচ্চদামে বিক্রি করতে হচ্ছে।

    বর্তমান দাম- ফুলকপি ৫০-৬০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, করলা ৮০-৯০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, মুলা ৫০ টাকা, লতি ৮০ টাকা, ধুন্দুল ৫০-৬০ টাকা, পটোল ৬০ টাকা, পেঁপে ২০-৩০ টাকা, গাজর ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, শিম ১০০-১২০ টাকা, শালগম ৭০-৮০ টাকা, শসা ৬০ টাকা এবং কাঁচা মরিচ ১৬০-১৮০ টাকা কেজি।

    লালশাক ১০ টাকা আঁটি, পুঁইশাক ২০-৩০ টাকা, মুলাশাক ১০ টাকা, ডাঁটাশাক ১০ টাকা, কলমি শাক ১০ টাকা এবং পালংশাক ১০ টাকা।

    এ ছাড়া লাউ প্রতিটি ৫০-৬০ টাকা, লেবু ৬০ টাকা ডজন, আলু ২০-২৫ টাকা কেজি ও ধনে পাতা ১০০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।

    বিক্রেতারা জানান, উৎপাদন এলাকায় দাম কিছুটা বেশি হওয়ায় রাজধানীতেও তা প্রভাব ফেলছে। ক্রেতারা বলছেন, বাজারে সবজি প্রচুর থাকলেও দাম এখনও সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক হয়নি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930