সরবরাহ সংকটের অজুহাতে রাঙ্গামাটিতে এলপিজির দাম আকাশছোঁয়া
চাহিদা অনুযায়ী মিলছে না গ্যাস, জনজীবন বিপাকে
আব্দুল হাই খোকন: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সরবরাহ সংকটের অজুহাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় সাধারণ ভোক্তারা বিপাকে পড়েছেন। শীতের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
স্থানীয়দের খোঁজে জানা গেছে, রাঙ্গামাটিতে ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডার বর্তমানে ১,৭০০ থেকে ১,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। দুর্গম পাহাড়ী এলাকায় পরিবহন ব্যয় ও সরবরাহ স্বল্পতার কারণে কোথাও কোথাও এর চেয়ে অনেক বেশি দাম নেওয়া হচ্ছে। নির্ধারিত মূল্য তালিকা না থাকায় খুচরা বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন ভোক্তারা।
স্থানীয়রা জানান, পাইপলাইন গ্যাস সুবিধা না থাকার কারণে এলপিজি রাঙ্গামাটির মানুষের প্রধান রান্নার জ্বালানি। হঠাৎ দাম বৃদ্ধি ও পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে অনেক পরিবার সময়মতো রান্না করতে পারছে না। কেউ কেউ বাধ্য হয়ে কাঠ বা অন্যান্য বিকল্প জ্বালানি ব্যবহার করছেন, যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ।
হোটেল, রেস্তোরাঁসহ ক্ষুদ্র ব্যবসায়ীরাও গ্যাসের উর্ধ্বমুখী মূল্যে চাপে পড়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে এবং খাবারের দামও বাড়াতে হচ্ছে। এতে ক্রেতার সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
এদিকে গ্যাস বিক্রেতারা দাবি করেছেন, চট্টগ্রামসহ অন্যান্য অঞ্চল থেকে রাঙ্গামাটিতে সিলিন্ডার পরিবহন ব্যয় বেশি এবং সরবরাহ পর্যাপ্ত না থাকার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। তবে ভোক্তারা অভিযোগ করেছেন, সরবরাহ সংকটকে অজুহাত হিসেবে ব্যবহার করে অতিরিক্ত মুনাফা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তারা বলছেন, দ্রুত বাজার মনিটরিং জোরদার করে এলপিজির ন্যায্য মূল্য নিশ্চিত না করলে শীত মৌসুম জুড়ে রাঙ্গামাটির জনজীবনে ভোগান্তি আরও বাড়বে।
বিআলো/ইমরান



