সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জিয়া উদ্যানের সমাধিস্থল
নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
এর আগে সংস্কারকাজ চলমান থাকায় উদ্যানের ভেতরে প্রবেশ বন্ধ ছিল। বৃহস্পতিবার উন্মুক্ত হওয়ার খবরে সকাল থেকেই সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা এলাকায় ভিড় করতে থাকেন।
উদ্যান বন্ধ থাকায় অনেকেই বিজয় সরণি মোড়ে ব্যারিকেডের সামনে অপেক্ষা করেন। ভেতরে প্রবেশ করতে না পেরে কেউ কেউ সড়কে দাঁড়িয়ে দোয়া করেন।
পুরো উদ্যান এলাকায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
উল্লেখ্য, বুধবার বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল পৌনে ৫টায় তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নিউমোনিয়া দেখা দেয়। পাশাপাশি কিডনি, লিভার, ডায়াবেটিস ও অন্যান্য জটিলতা বাড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়, যেখানে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
বিআলো/শিলি



