• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সহকর্মীদের সুস্থতা কামনায় সোনাইমুড়ী প্রেসক্লাবে দোয়া-মোনাজাত 

     অনলাইন ডেক্স 
    10th Dec 2025 8:40 pm  |  অনলাইন সংস্করণ

    সাজ্জাদুল ইসলাম, সোনাইমুড়ী, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবে সহকর্মী অসুস্থ সাংবাদিকদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই আয়োজন করা হয়। এসময় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম.এ. রহমান বিপ্লব এবং সভাপতি মোঃ মাকসুদ আলমের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

    মোনাজাতের আগে সাধারণ সম্পাদক সেলিম মিয়া এম.এ. রহমান বিপ্লবের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, “সাংবাদিক বিপ্লব দৈনিক *ঢাকার ডাক* পত্রিকার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি। শনিবার তিনি স্ট্রোক করলে গুরুতর অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।” তিনি আরও বলেন, “সকল সাংবাদিককে যে কোন সমস্যায় পাশে থাকার অঙ্গীকার করি।”

    সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম দোয়ার আয়োজনের জন্য ক্লাব কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। তিনি বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে সকল সাংবাদিকদের দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। আজ যেমন অসুস্থ সহকর্মীদের পাশে দাঁড়ানো হয়েছে, ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে।”

    বক্তব্য শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন সোনাইমুড়ী কেন্দ্রীয় মসজিদের মাওলানা আফসার উদ্দিন। এসময় অসুস্থ সাংবাদিকসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

    দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি নিজাম উদ্দিন, ইয়াছিন শরিফ অনিক, হুজাইফা মাহাবুব, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক, সাবেক সভাপতি শামসুল আরেফিন জাফর, সদস্য গোলজার হানিফ, রবিউল ইসলাম এবং জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বরত সাংবাদিকবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031