• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সহকারী কমিশনারদের জনবান্ধব হতে হবে: ভূমি উপদেষ্টা 

     dailybangla 
    07th Sep 2025 5:48 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: একটি উপজেলায় শাসনব্যবস্থার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সহকারী কমিশনার (ভূমি)। তাদের মননে পরিবর্তন ও মানসিক চিন্তার উন্নয়ন ঘটাতে হবে এবং কোনোভাবেই বেআইনি পথে না হাঁটার আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

    রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (এলএটিসি) নবনিযুক্ত সহকারী কমিশনারদের (ভূমি) ‘৪৫ ও ৪৬তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    ভূমি উপদেষ্টা বলেন, জাতির এক ক্রান্তিকালে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি। এই সময়ে জনগণ প্রশাসনের ওপর আস্থা রেখেছে। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং সময়ের সাথে সাথে সেই চ্যালেঞ্জ আরও বাড়ছে। নিজেদের জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে, বিশেষায়িত জ্ঞান অর্জন করতে হবে। অনেক সহকারী কমিশনার তাদের কাজের মাধ্যমে জনবান্ধব সেবক হিসেবে জাতির কাছে পরিচিত হয়েছেন, তাদের অনুসরণ করা উচিত। অন্যথায় প্রশাসন ক্যাডারের অস্তিত্ব বিপন্ন হবে।

    তিনি আরও বলেন, ভারতীয় উপমহাদেশে প্রশাসন সার্ভিস একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সার্ভিস। মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় প্রশাসন পর্যন্ত এখানেই সবচেয়ে বেশি কাজ করার সুযোগ রয়েছে। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের ওপর জাতির বড় আস্থা ও নির্ভরতা বিদ্যমান, যা প্রশাসনিক ব্যবস্থাপনা টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ভবিষ্যতে সহকারী কমিশনাররা মাঠ পর্যায়ে জনসেবা, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠপ্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মহফুজুর রহমান ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন এলএটিসির উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) খান এ সবুর খান।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এলএটিসির ভারপ্রাপ্ত পরিচালক রুমানা রহমান শম্পা। শেষভাগে তিনি প্রধান অতিথি ভূমি উপদেষ্টাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930