সবুজ উৎসব উপলক্ষে মাগুরা রিপোর্টার্স ইউনিটির বৃক্ষরোপণ কর্মসূচি
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত “সবুজ উৎসব” উপলক্ষে মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকেও সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলার চারটি উপজেলায় এই কর্মসূচির আওতায় এক হাজার গাছ রোপণ করা হবে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে প্রতীকী ম্যারাথন শেষে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
এ বিষয়ে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী বলেন, “রিপোর্টার্স ইউনিটি গঠনের শুরু থেকেই সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে নানা ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচি জেলার বিভিন্ন পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে।
বিআলো/তুরাগ







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
