• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাঁথিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা 

     dailybangla 
    02nd Jul 2025 5:56 pm  |  অনলাইন সংস্করণ

    এস. এম. আলমগীর চাঁদ, পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলায় সরকারি বিধি না মেনে সড়কের পাশের জমিতে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগে একজন মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

    উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এই আদেশ দেন।

    জানা গেছে, উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরপ গ্রামে দীর্ঘদিন ধরে সড়কের পাশ থেকে পুকুর খনন করে মাটি বিক্রি করে আসছিলেন ব্যবসায়ী আশরাফুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার এক পুকুর থেকে মাটি পরিবহনরত গাড়ির মুখোমুখি হন ইউএনও রিজু তামান্না। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে পারেন, আশরাফুল ইসলামের নির্দেশে মাটি বিক্রি করা হচ্ছে।

    পরবর্তীতে তিনি চালককে নিয়ে ঘটনাস্থলে যান এবং দেখতে পান—প্রায় ৮-১০টি ট্রাকে মাটি তোলা হচ্ছে। এছাড়াও, দুইটি এস্কাভেটর দিয়ে পুকুর খননের কাজ চলছিল।

    এ ঘটনায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী আশরাফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    ইউএনও রিজু তামান্না বলেন, সরকারি বিধি অনুযায়ী সড়ক থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে পুকুর খনন করতে হয়। কিন্তু সড়কের পাশে মাটি কাটায় রাস্তার স্থায়িত্ব ঝুঁকির মুখে পড়েছে। এর আগেও দুইবার অভিযান চালিয়ে কাউকে না পেয়ে ফিরে আসতে হয়েছিল। এবার সরাসরি প্রমাণসহ ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ মাটি খনন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।

    তিনি আরও জানান, পরিবেশ ও অবকাঠামোর ক্ষতি রোধে নিয়ম না মেনে যেকোনো ধরনের মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930