সাঁথিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন
dailybangla
04th Aug 2025 5:39 pm | অনলাইন সংস্করণ
এস এম আলমগীর চাঁদ,পাবনা : পাবনার সাঁথিয়ায় সরকারী সম্পত্তিতে অবৈধ ভাবে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দিলেন স্থানীয় প্রশাসন। আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার ধোপদহ বাজারে উপজেলা সহকারী কমশনার (ভূমি) সাদিয়া সুলতানার নেতৃত্বে ও সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, ধপাদহ মৌজার আর এস খতিয়ান নম্বর ৭০৫ ,দাগ নম্বর ৭৬৪ এ ২৭ শতক ও ৭১৮ খতিয়ানে ৬ শতক সরকারী তফসিল ভূক্ত সম্পত্তি প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে অবকাঠামো নির্মাণ করছিল স্থানীয় সেনিলাল এর ছেলে রফিক ও শিহাব।
তারা ওই জমি অবৈধভাবে নিজেদের দাবি করে অথচ ওই জমির আরএস রেকর্ড রয়েছে শরৎচন্দ্র তালুকদার ও জ্যোতি তালুকদার এর নামে। যা হালশন ভারত, পক্ষে বাংলাদেশ সরকার। যা সরকারি খাশ সম্পত্তি হিসেবে প্রতীয়মান হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, তারা ভুয়া কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ দখল করিয়া আসতেছিল এবং ওই জমির উপরে অবৈধ স্থাপনা নির্মাণ করিতেছিল।
এ সময় সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, তাদের বৈধ কাগজপত্র দেখাতে বললে তারা তা উপস্থাপনা করতে পারে নাই। এ কারণে সরকারি জায়গার উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। তিনি আরো বলেন, সরকারি জায়গা অবৈধ দখলকারীর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সহযোগিতা করেন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী, দায়িত্বগত চেয়ারম্যান, সচিব ও গ্রাম পুলিশ গুণ।
বিআলো/ইমরান