সাঁথিয়ায় একক আসন বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
এস এম আলমগীর চাঁদ, পাবনা: পাবনার সাঁথিয়ায় জাতীয় সংসদের ৬৮ পাবনা ১( সাঁথিয়া) একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সাঁথিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাঁথিয়া বাসির ব্যানারে সাঁথিয়া উপজেলা পরিষদের সম্মুখে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, পাবনা ১ সাঁথিয়াকে একক আসন ঘোষণার পরেও এ আসন নিয়ে এখনও বিভিন্ন ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। বেড়া কে পুনরায় সাঁথিয়ার সঙ্গে যোগ করার পাঁয়তারা চলছে। বক্তারা দৃঢ় কন্ঠে ঘোষণা করেন, একক আসন নিয়ে কোন ষড়যন্ত্র সাঁথিয়া বাসী মেনে নেবে না।
সাঁথিয়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্লার সভাপতিত্বে ও মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল কুদ্দুস, সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, সাথিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, জোড়গাছা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব প্রামানিক, ছাত্রনেতা আসলাম উদ্দিন খান, বকুল হোসেন প্রমূখ।
বিআলো/তুরাগ



