সাঁথিয়ায় মা’কে নির্যাতনের অভিযোগে ছেলে-বউ সহ গ্রেফতার ৫
dailybangla
31st Aug 2025 2:57 pm | অনলাইন সংস্করণ
এস এম আলমগীর চাঁদ,পাবনা: পাবনার সাঁথিয়ায় মাকে মারধর, নির্যাতনের ভিডিও প্রকাশ হওয়ায় ছেলে, ছেলের স্ত্রীসহ পাঁচজন গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে ছেলে ও ছেলের বউ মিলে মাকে বেদম প্রহার নির্যাতন করার একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য মিডিয়ায় ভাইরাল হয়। এতে করে সাঁথিয়াসহ সারাদেশে তীব্র ক্ষোভ, প্রতিবাদ, জনরোষ তৈরি হয়।
পরে সাঁথিয়া থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে আজ বিকেলে সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম হতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছেলে নজরুল ইসলাম ( ৪৫), ছেলের বউ সোনলী খাতুন (৪০), ছেলের শ্যালক মনিরুজ্জামান (৪২), শ্যালিকা ফরিদা খাতুন (৩৮) ও মুরশিদা খাতুনকে (৩৬) গ্রেফতার করেছে।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, এ বিষয়ে বৃদ্ধ মায়ের মেয়ে বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিআলো/ইমরান