সাংবাদিককে মামলায় জড়ানোর প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
মাগুরা প্রতিনিধি : সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে মাগুরা প্রেস ক্লাবের সামনে জেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন।
একই সঙ্গে তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন এবং দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। রিপোর্টার ইউনিটির সভাপতি মো. ইউনুস আলী বলেন, দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার কারণেই সাংবাদিকদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম, মাগুরা জেলা শাখার সভাপতি আকরাম হোসেন ইকরাম বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তি নয় বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার রক্ষার সংগ্রাম। বক্তারা দাবি করেন সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, অভিযুক্ত প্রকল্পের নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমকে ভয় দেখানোর সংস্কৃতি বন্ধ করতে হবে।
মানববন্ধন শেষে বক্তারা দৈনিক আমার সংবাদের মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক মিরাজ আহমেদ ও সাংবাদিক ফারুক আহমেদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মানহানি মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। ৭২ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিআলো/আমিনা



