সাংবাদিকদের নিরাপত্তা এখন হুমকির মুখে: এস.এম আকাশ
সেতু আক্তার, ফরিদপুর: দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুরের সাংবাদিক আনোয়ার হোসেনকে প্রকাশ্যে হত্যাচেষ্টা করাসহ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে জবাই করে হত্যার ঘটনায় খুনিদের প্রকাশ্যে ফাসি কার্যকরের দাবি ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই সাংবাদিক নেতা আরও বলেন, অবিলম্বে তুহিন হত্যাকাণ্ড এবং বাংলাদেশের আলোর সাংবাদিক আনোয়ারের উপর হামলায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় মডেল প্রেসক্লাব ফরিদপুরের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে জেলার ৮ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক বৃন্দ অংশ নেন। মডেল প্রেসক্লাব ফরিদপুরের সভাপতি লায়ন হায়দার খানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের আলোর ফরিদপুর জেলা প্রতিনিধি সেতু আক্তার, আমার দেশ পত্রিকার সালথা প্রতিনিধি আরিফুল ইসলাম, সাংবাদিক নুরুল হাবিব, জাকির হোসেন, মোল্লা মনির ও মেহেদী হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক রুবেল, পারভিন ববি, নাসিমা আক্তার, আলমাস আলি, শরিফুল ইসলাম, একে রফিক উদ্দিন দিপু, আব্দুর রাজ্জাক রাজা, মো. সাব্বির, মো. রকুনুজ্জামান, রাজিব আহমেদ রাজু, ইকবাল হোসেন, এস এম কুব্বাত, লিয়াকত হোসেন, লিটন হোসেন,ইলিয়াস মোল্লা, রুবেল রানা, সাদ্দাম হোসেন, আলমগীর হোসেন, মুন্সি দিদারুল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা।
বিআলো/ইমরান