সাংবাদিক আব্দুল জব্বারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বাঁশখালীর প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাঁশখালীর সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহল। শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ আবদুল জব্বার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সংবাদকর্মী।
সাংবাদিকতা পেশায় তার অবদান বাঁশখালীর গণমাধ্যম অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে বাঁশখালীর সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ ও গুণী মানুষকে হারাল। উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বার গত রবিবার (২৫ জানুয়ারি) রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সোমবার সকালে মরহুমের বাড়ি সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিআলো/আমিনা



