• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাংবাদিক ও সংবাদপত্রের প্রতি হুমকি জুলাই চেতনার পরিপন্থী: বিবৃতি 

     dailybangla 
    09th Jul 2025 6:21 pm  |  অনলাইন সংস্করণ

    জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে ও ডিইউজের যৌথ বিবৃতি

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এক বিবৃতিতে সংবাদমাধ্যমের ওপর হুমকি ও অযাচিত হস্তক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন।

    সোমবার দেওয়া এক যৌথ বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, মিডিয়াকে হুমকি দেওয়া এবং সাংবাদিকদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করার প্রবণতা ‘জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী’। তারা বলেন, জুলাইয়ের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা। মিডিয়াকে হুমকি দেওয়া সেই চেতনায় হস্তক্ষেপের শামিল।

    বিবৃতিতে আরও বলা হয়, কেউ মিডিয়ার ভূমিকা নিয়ে সংক্ষুব্ধ হলে প্রেস কাউন্সিল বা আদালতের দ্বারস্থ হতে পারে। হুমকি ও ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে বড় বাধা।

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম পৃথক এক যৌথ বিবৃতিতে রাজশাহীতে এনসিপির এক শীর্ষ নেতার সাংবাদিকদের হুমকির ঘটনার নিন্দা জানান।

    তারা বলেন, স্বৈরাচারি শাসনামলে রুদ্ধ বাকস্বাধীনতা পুনরুদ্ধারই ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য। অথচ সেই আন্দোলনের নেতাদের কেউ কেউ আজ সাংবাদিকদের হুমকি দিচ্ছেন—যা নিতান্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। সাংবাদিক নেতারা বলেন, ওই বক্তব্যে ‘ফ্যাসিবাদের পদধ্বনি’ শোনা যায়।

    বিবৃতিতে স্মরণ করিয়ে দেওয়া হয়, ফ্যাসিস্ট সরকারের সময় ৬০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছিলেন এবং শুধু জুলাই বিপ্লবেই ৬ জন সাংবাদিক শহীদ হন। নেতারা বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষার ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম হিসেবে আমরা এ ধরনের অন্যায় হস্তক্ষেপ মেনে নিইনি, ভবিষ্যতেও নেব না।

    তারা হুমকিদাতা নেতাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং মিডিয়ার স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930