সাংবাদিক কল্যাণ ফোরাম এখন অসহায় রীমার পাশে
নিজস্ব প্রতিবেদক: অসহায় ও অসচ্ছল সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার শুধু কথায় নয়, বাস্তবেই প্রমাণ করছে সাংবাদিক কল্যাণ ফোরাম। সংগঠনটি গঠনের কয়েক দিনের মাথায়ই মানবিক সহায়তার হাত বাড়িয়েছে এক অসুস্থ সাংবাদিক পরিবারের দিকে।
সম্প্রতি, শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে তারা দেখাল—মানবতার মশাল হাতে সাংবাদিক সমাজও পারে মানুষের শক্ত ভরসা হতে।
সাংবাদিক কল্যাণ ফোরামের উদ্যোগে এশিয়া টিভির ময়মনসিংহ প্রতিনিধি তাসলিমা রত্নার পরিবারের অসুস্থ সদস্য রীমাকে দেখতে শুক্রবার প্রতিনিধি দলটি হাসপাতালে উপস্থিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান।
এম এ মান্নান বলেন, “সাংবাদিক কল্যাণ ফোরাম গঠনের মূল উদ্দেশ্য—অসহায় সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো। মাত্র কয়েকদিন হলো আমরা কার্যক্রম শুরু করেছি। তবে লক্ষ্য একটাই—এটি যেন দেশের সবচেয়ে মানবিক সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। এজন্য প্রয়োজন সবার ঐকান্তিক সহযোগিতা ও আন্তরিকতা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে অনেক সাংবাদিক সংগঠন রয়েছে। কিন্তু মানবিক সহযোগিতার ক্ষেত্রটি এখনো শক্ত ভিত্তি পাওয়ার অপেক্ষায়। সাংবাদিক কল্যাণ ফোরাম সেই ঘাটতি পূরণে কাজ করতে চায়। একটি সংগঠন সৃষ্টি করা যতটা সহজ, তাকে টিকিয়ে রাখা ততটাই কঠিন—তাই ঐক্যবদ্ধ প্রচেষ্টাই মুখ্য।”
মান্নান জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সবসময় সাংবাদিক কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। তিনি বলেন,
“অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তা প্রদান একটি চলমান প্রক্রিয়া। দ্রুতই আমাদের সংগঠনের রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। রেজিস্ট্রেশন হাতে এলে আরও বিস্তৃত কল্যাণমূলক কার্যক্রম চালু করা হবে।”
তিনি আরও বলেন, “অনেক সাংবাদিক অসুস্থ হয়ে পড়লে পরিবার থেকেও অবহেলার শিকার হন। তখন খোঁজ নেওয়ার মতো মানুষ থাকে না। এমন বাস্তবতা থেকেই অপরাধ বিচিত্রার সম্পাদক আলহাজ্ব এসএম মোরশেদ সাহেবের হাত ধরে সাংবাদিক কল্যাণ ফোরামের জন্ম।”
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সত্য, যাচাইকৃত ও নৈতিকতার ভিত্তিতে সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকতার কোড অব কন্ডাক্ট মেনে চললে সমাজে বিভ্রান্তি অনেকটাই কমে যাবে।”
গাজীপুর টঙ্গী সদর কমিটির সভাপতি শাহ জাহান হাসান বলেন,“প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান সাহেবের নেতৃত্বে আমরা আজ অসুস্থ রীমার পাশে দাঁড়াতে পেরে গর্ব অনুভব করছি। দীর্ঘ সাংবাদিক জীবনে এভাবে সংগঠিত মানবিক সহায়তার উদাহরণ খুব কম দেখেছি।”
তিনি আরও বলেন, “খুব অল্প সময়ের মধ্যে একটি মানবিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে—যা সত্যিই প্রশংসার যোগ্য। চাই, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় কমিটি গঠনের মাধ্যমে এই মানবিক সেবা আরও বিস্তৃত হোক।”
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মো. আহসানুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি মো. শাহ ফয়সাল করিম, সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি
মোল্লা নাসির উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
মো. ফাত্তাউল কবির (রকি), সাধারণ সম্পাদক, টঙ্গী সদর গাজীপুর কমিটি, মো. আল আমিন, দপ্তর সম্পাদক, টঙ্গী সদর গাজীপুর কমিটি, নাহিদ সুলতানা হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক, টঙ্গী সদর গাজীপুর কমিটি, রুনা চাকমা, আসমা মল্লিক, নুরুন নাহার প্রমুখ।
বিআলো/তুরাগ



