সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খালিয়াজুরীতে মানববন্ধন
dailybangla
11th Aug 2025 7:39 pm | অনলাইন সংস্করণ
খালিয়াজুরী প্রতিনিধি: খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের প্রাঙ্গণে আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ নেতৃত্বে আজ সোমবার দুপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয় । জানা যায় গাজীপুরের দৈনিক প্রতিদিন কাগজের প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসী বাহিনী গত বৃহস্পতিবার কুপিয়ে হত্যা করেছে।তার বিচার দাবিতে, তাছাড়া সারা দেশে সাংবাদিকদের উপর হামলা, অত্যাচার, নির্যাতন বন্ধের প্রতিবাদে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাবের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক মুস্তাফিজুর রহমান রনি , সাংবাদিক আবুল কালাম , ইসলামী আন্দোলনের সভাপতি, হাফেজ মুস্তাকিম বিল্লাহ, আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ । এ উপস্থিত ছিলেন খালিয়াজুরী সদরের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সামছুল ইসলাম তালুকদার, সাংবাদিক ইকবাল হোসেন, সাংবাদিক সেলিম আহমেদ, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মাইনুল হক তালুকদার রিকন, উলামা দলের সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা মাহফুজুল হক হেফাজতের নেতা মাওলানা ইয়াছিন আল ইমদাদ ও ছাত্র শিবির সভাপতি মোঃ রাসেল আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিআলো/ইমরান