সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ
মোঃ রাকিব হাসান, জামালপুর: গাজীপুরে প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে জামালপুরে সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা প্রতিবাদ সমাবেশ করেছেন। একই সঙ্গে তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন বন্ধ এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।
রবিবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে জামালপুর জেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি ও এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, আজকের জামালপুর–এর সম্পাদক এম এ জলিল, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অজয় কুমার পাল, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, আমার দেশ–এর ইউসুফ আলী, দিনকাল–এর মুকুল রানা, নিউ নেশন–এর শাহ জামাল, ইত্তেফাক–এর শাহীন আল আমীন, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, সমকাল–এর সোলায়মান হোসেন হরেক, যায়যায়দিন–এর লিয়াকত হোসাইন লায়ন, মাই টিভির শামীম আলম, এশিয়ান টিভির মোস্তাক আহমেদ মনির, এখন টিভির জুয়ের রানা, এনটিভি ও খবরের কাগজ–এর আসমাউল আসিফ, বাংলা টিভির ফজলুল করিম কাওছার, একুশে টিভির খন্দকার রাজু আহমেদ এবং সাপ্তাহিক মুক্তকাল–এর সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, সরকার কোনো সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক বিচার না করায় দেশে একের পর এক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। কিছু আসামি গ্রেফতার হলেও পরে আইনের ফাঁকফোকর ব্যবহার করে জামিনে বেরিয়ে যায়, যা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে। তারা বলেন, সাংবাদিকরা সমাজের অন্যায়-অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন, অথচ তারাই বারবার হামলা ও হত্যার শিকার হচ্ছেন।
সমাবেশে আসাদুজ্জামান তুহিন হত্যাসহ পূর্ববর্তী সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বিআলো/এফএইচএস