সাংবাদিক তুহিন হত্যা ও আনোয়ারের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
সেতু আক্তার, ফরিদপুর: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে পৃথক দুটি বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।ফরিদপুর প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে শনিবার (৯ আগস্ট) বেলা ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক বিভাগীয় কার্যালয়ের সামনে এই পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে ফরিদপুরের কর্মরত বিভিন্ন সাংবাদিকরা। এই কর্মসূচি থেকে সকল সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলা মামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবি জানানো হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, শফিকুল ইসলাম মনি, আসাদুজ্জামান দুলাল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ, মাসুদুর রহমান তরুন। অপর এক মানববন্ধনে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক বিভাগীয় সভাপতি এস.এম আকাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের আলো পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি সেতু আক্তার, বাংলাদেশ বুলেটিন পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি রুপা সুলতানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীদের উপর হামলা নির্যাতন ও হয়রানী মূলক মামলা দেয়া হয়। গাজীপুরে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে গলাকেটে হত্যা করা হয়েছে। এর কয়েক ঘন্টা আগে বাংলাদেশের আলোর সাংবাদিক আনোয়ার হোসেনকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয়।
এই ঘটনার নেপথ্যের সবাইকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে এটা খুবই দুঃখজনক। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে। আজও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে।অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এ ছাড়া সারাদেশের সাংবাদিকের নিরাপত্তার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানানো হয়।
বিআলো/ইমরান