• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাংবাদিক পরিচয়ে ব্ল্যাকমেইল: বরিশালে দুই যুবক গণধোলাইয়ে আটক 

     dailybangla 
    09th Dec 2025 10:11 pm  |  অনলাইন সংস্করণ

    বরিশাল ব্যুরো: বরিশালে আবারও মুখোশ খুলে গেল ভুয়া সাংবাদিক চক্রের! দীর্ঘদিন ধরে শহরের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ—কারওকেই রেহাই দিচ্ছিল না এই ব্ল্যাকমেইলাররা। অবশেষে স্থানীয় জনতা ও ব্যবসায়ীদের সতর্কতায় ধরা পড়লো সেই চক্রের দুই সক্রিয় সদস্য। ভয়ভীতি, গোপন ভিডিও প্রকাশের হুমকি, চাঁদা দাবি—সব মিলিয়ে তাদের কৌশল ছিল একেবারে পরিকল্পিত।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে অমৃত লাল দে কলেজের বিপরীতে খন্দকার ফার্নিচার দোকানে জনতার হাতে আটক হওয়ার পর পুলিশে সোপর্দ করা হয় দুই যুবককে। আটকরা হলেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ভাটার খাল এলাকার হাকিম আলীর পুত্র মোঃ মামুন রেদোয়ান এবং ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকার সালাম মোল্লার পুত্র জাহাঙ্গীর মোল্লা।

    অভিযোগ রয়েছে—১৫–২০ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে শহরের বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের ভয় দেখিয়ে টাকা আদায় করছিল। নির্মাণাধীন ভবন থেকে পারিবারিক বিবাদ—কোনো ঘটনাই তাদের ব্ল্যাকমেইলের বাইরে ছিল না।

    ফার্নিচার ব্যবসায়ী লিয়াকত আলী জানান, চলতি মাসের ৬ ডিসেম্বর মামুন রেদোয়ান ‘গোপন ভিডিও’ প্রকাশের ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করেন। পরে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরদিন বকেয়া টাকা নিতে দোকানে এলে স্থানীয় ব্যবসায়ী ও জনতা দুজনকে ধরে গণধোলাই দেয় এবং সাংবাদিক নেতাদের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করে। চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

    এর আগে হাওয়া বেগম নামের এক ভুক্তভোগী অভিযোগ করেন, মামুন রেদোয়ান ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ও তার মেয়েকে অচেতন করে দুই লক্ষ টাকার সোনার গয়না নিয়ে গেছে। তিনি থানায় বিচার দাবি করেছেন।

    কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন,
    “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

    অপসাংবাদিকতা প্রতিরোধে বরিশালের ১৫টি সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে কাজ চলছে বলে জানিয়েছেন সমন্বিত জোটের মুখপাত্র এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। তিনি বলেন,
    “ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকতার সুনামহানি হচ্ছে। এর আগেও কয়েকজন ভুয়া সাংবাদিক আটক করে পুলিশে দেয়া হয়েছে। এদের রিমান্ডে নিলে পুরো চক্রের তথ্য উদঘাটন সম্ভব হবে।”

    ব্যবসায়ী লিয়াকত আলী ১৫–২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031