সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম আর নেই
dailybangla
30th Sep 2024 1:44 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৯ সেপ্টেম্বর, রবিবার দুপুরে রাজধানীর মগবাজারের নিজ বাসায় মারা যান তিনি।
বদিউল আলমের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতারা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ডিআরইউ চত্বরে বদিউল আলমের জানাজা অনুষ্ঠিত হবে।
বিআলো/শিলি