সাংবাদিক মুন্নী সাহাকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুদক
নিজস্ব প্রতিবেদক: ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার আসামি এবং আলোচিত সাংবাদিক মুন্নী সাহাকে এবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তিন ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩০ জুলাই) সকাল ৯টায় দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় তিনি তলবে হাজির হন। এরপর দুপুর ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থার তদন্ত কর্মকর্তারা। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
চলতি বছরের জানুয়ারিতে মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অভিযোগে বলা হয়, তাদের একাধিক ব্যাংক হিসাবে এই বিশাল অঙ্কের লেনদেনের পাশাপাশি বর্তমানে প্রায় ১৪ কোটি টাকার স্থিতি রয়েছে।
এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের সব ধরনের ব্যাংক হিসাব তলব করে।
এছাড়া, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ বছর বয়সী শিক্ষার্থী নাঈম হাওলাদার নিহতের ঘটনায় করা মামলায় মুন্নী সাহা অন্যতম আসামি। নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় এই মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী, কয়েকজন মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ, র্যাব সদস্যসহ সাতজন সাংবাদিককে আসামি করা হয়, যার একজন মুন্নী সাহা।
গত বছরের ১ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারে তাকে একদল ব্যক্তি ঘিরে ধরলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়ায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
দুদকের চলমান অনুসন্ধান ও মামলাগুলোর প্রেক্ষাপটে মুন্নী সাহা বর্তমানে বহুমুখী বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
বিআলো/এফএইচএস