সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
এস এম শিমুল রানা,মাগুরা: গাজীপুর চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ও অপরদিকে দৈনিক বাংলাদেশ আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন কে নির্মমভাবে এর আঘাত করে আহত করছেন সন্ত্রাসী বাহিনী। এ ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ০৯ আগস্ট ) দুপুর ১২ টায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয় ভায়নার মোড় সিদ্দিকিয়া মাদ্রাসা মার্কেটর সামনে থেকে এ মানববন্ধন আয়োজন করা হয়। এবং দেশব্যাপী সাংবাদিকদের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মাগুরায় সাংবাদিক সমাজের ব্যানারে একটি মানববন্ধন করেন সাংবাদিক সমাজ, মাগুরা সরকারি কলেজের সামনে এই মানববন্ধন করেন।
মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, এবং এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ , মাগুরা রিপোর্টার্স ইউনিটির কোষাধক্ষ ও দৈনিক বাংলাদেশ আলোর মাগুরা জেলা প্রতিনিধি এস এম শিমুল রানা, বাংলা টিভির প্রতিনিধি মোঃ তৌহিদুল ইসলাম, দৈনিক আলোকিত সকাল মাগুরা প্রতিনিধি মোঃ আব্দুর রশিদ, মোঃ আব্বাস আলী সিকদার, মোঃ মিন্টু হাসান, মোঃ মাহিন সিদ্দিকী এবং মাগুরা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য সহ মাগুরার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেয়।