সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধে পরশুরাম প্রেস ক্লাবের মানববন্ধন ও কলম বিরতি
ফেনী প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে ফেনীর পরশুরাম প্রেস ক্লাব মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন করেছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধনে প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি এমএ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, এখন টিভির ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন মজুমদার, ফেনী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক মীর হোসেন রাসেল।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনকালে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—পরশুরাম প্রেস ক্লাবের সহ-সভাপতি সবীর আহমেদ ফোরকান, সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন, মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব, উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শাহিদুল আফছার, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি গাজী ইউছুফ বাপ্পি প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অন্যায়-অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেন। সাংবাদিক তুহিনও সেই দায়িত্ব পালন করছিলেন। কিন্তু তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। এ ধরনের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পথকে বাধাগ্রস্ত করছে। তারা তুহিন হত্যার দ্রুত বিচার, তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী, স্বেচ্ছাসেবক, ব্যবসায়ী, শিক্ষক, স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস