• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাকিবের দলে ফেরা নিয়ে যা বললেন নতুন বিসিবি সভাপতি 

     dailybangla 
    31st May 2025 10:05 am  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস প্রতিবেদক: আট পরিচালকের অনাস্থা প্রকাশ ও বিপিএল নিয়ে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনার প্রেক্ষিতে গত রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

    সরকারের চাওয়া অনুযায়ী ফারুক পদত্যাগ না করলেও তাঁর মনোনয়ন বাতিল হওয়ায় বিসিবি সভাপতি পদ স্বয়ংক্রিয়ভাবে খালি হয়ে যায়। সেই শূন্যস্থান পূরণ হতে একদিনও লাগল না।

    দুই দিনের নানা নাটকীয়তার পর আজ বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ১৬তম সভাপতি হিসেবে বিকেলে দায়িত্ব নেওয়ার পরপরই প্রথম সংবাদ সম্মেলন করেন এই সাবেক ক্রিকেটার।

    মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা ও আশাবাদের কথা জানান বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক এই অধিনায়ক। সেখানে সাকিব আল হাসান প্রসঙ্গও আসে।

    গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি দলটির সাবেক সংসদ সদস্য সাকিব। অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চাইলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁকে দেশে আসতে নিরুৎসাহিত করেন। তাই ফারুক আহমেদের বোর্ড চাইলেও অক্টোবরে ভারত সফরে টেস্ট সিরিজের পর সাকিবকে আর বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি।

    কিন্তু নতুন বোর্ড সভাপতি আমিনুল কি সাকিবকে দেশে ফেরাতে সরকারকে রাজি করাতে পারবেন? এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার কি আবারও বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন?

    এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আমিনুল বলেন, ‘উপদেষ্টার চাওয়া-না চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো আর (বিসিবির) নির্বাচক না। এটা আমাদের নির্বাচক কমিটি দেখবে। দল নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা প্রক্রিয়া বা পদ্ধতি আছে। নির্বাচকেরা সেটা অনুসরণ করবেন এবং তাঁদের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাব।’

    সাকিব বড় মাপের তারকা হলেও জাতীয় দলে ফিরতে হলে ফিট থাকতে হবে, সেই ইঙ্গিতও দিয়েছেন আমিনুল, ‘সাকিব অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’

    আমিনুল এমন দিনে বিসিবি প্রধানের দায়িত্ব নিলেন, যেদিন রাতেই বাংলাদেশের ম্যাচ আছে। লাহোরে রাত ৯টায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। গত বুধবার প্রথম টি-টোয়েন্টিতে হেরে যাওয়ায় সিরিজে টিকে থাকতে হলে আজ লিটন-হৃদয়-রিশাদদের জয়ের বিকল্প নেই।

    ম্যাচ নিয়ে আমিনুল বলেছেন, ‘আমরা সবাই টেনশনে আছি। এই কারণে যে, আমরা একটা ম্যাচ হেরেছি। আজকের ম্যাচটি তাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031