সাকিব আল হাসান সহ ১৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।
সোমবার (১৬ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে এ নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা অনিয়ম, দুর্নীতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে এবং শেয়ারবাজার আইনের পরিপন্থীভাবে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন। এমন অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
এছাড়া গোপন সূত্রে দুদক জানতে পারে, অভিযুক্তরা দেশত্যাগের চেষ্টা করছেন। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রা বন্ধ করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্য ব্যক্তিরা হলেন: সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।
উল্লেখ্য, সাকিব আল হাসান সর্বশেষ গত অক্টোবরে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলেছিলেন এবং এরপর থেকে দেশে ফেরেননি।
আদালত শুনানি শেষে সবাইকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করেন।
বিআলো/সবুজ