সাখাওয়াতের পর এবার কালামের মনোনয়ন দাবি, বিভ্রান্তিতে নারায়ণগঞ্জ-৫
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে দু’জন নেতা নিজেদের মনোনয়ন দাবি করেছেন। সাবেক মহানগর আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান নিজেকে আসনটিতে ধানের শীষের প্রার্থী বলে দাবী করেছেন।
এদিকে, সাবেক সংসদ সদস্য আবুল কালামও দলীয় মনোনয়ন ফরমের একটি কাগজ দেখিয়ে দাবি করেছেন, তিনিই মনোনীত প্রার্থী। কালামের অনুসারীরা সামাজিক মাধ্যমে ওই কাগজটি ছড়িয়ে দেন।
এর আগে, ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় মাসুদুজ্জামান মাসুদের। কিন্তু ১৬ ডিসেম্বর মাসুদুজ্জামান নিরাপত্তাজনিত কারণে নির্বাচনে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে নেতা-কর্মীদের অনুরোধে তিনি আবারও নির্বাচনী মাঠে ফিরেন। এই ঘোষণার পরপরই সাখাওয়াত হোসেন ও আবুল কালামের দাবির কারণে দলের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। সাধারণ ভোটাররাও এখন বিভ্রান্ত।
মাসুদুজ্জামান মাসুদ ফেসবুকে স্ট্যাটাসে জানিয়েছেন, “নেতা-কর্মীরা বিভ্রান্ত না হন, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকুন।”
সাখাওয়াত হোসেন বলেন, “কে ফাইনাল, এটা সেন্ট্রাল জানে। সেন্ট্রাল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তখনই আসনটিতে চূড়ান্ত প্রার্থী জানা যাবে।” বর্তমানে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী কে তা নিশ্চিত নয়।
বিআলো/তুরাগ



