সাড়ে ৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়াসহ তিন রুটে ফেরি সচল
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ তিনটি নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতায় নদীর চ্যানেলের বিকন বাতি ও দিকনির্দেশনা চিহ্ন দেখা যাচ্ছিল না, ফলে দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে আটকে পড়ে শতাধিক যানবাহন ও কয়েকশ যাত্রী। মাঝনদীতে যাত্রী ও যানবাহনসহ চারটি ফেরিও আটকা ছিল। শীতে শিশু ও বয়স্ক যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় নিরাপত্তা বিবেচনায় ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।
বিআলো/শিলি



