• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় অনুষ্ঠিত 

     dailybangla 
    17th Jun 2025 5:44 am  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: সাতক্ষীরা জেলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত জেলা আইন-শৃঙ্খলা সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম । সভায় পুলিশ সুপার অত্র জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা,অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরন,ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।

    উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ইফতেখার আহমেদ, অধিনায়ক,৩৭-বীর,বাংলাদেশ সেনাবাহিনী, সাদমান হোসেন, উপ-অধিনায়ক,৩৩ বিজিবি,সাতক্ষীরা, মাশরুবা ফেরদৌস,উপ-পরিচালক,ডিডিএলজি এবং জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930