• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাতক্ষীরায় আসছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম 

     dailybangla 
    10th Oct 2025 7:49 pm  |  অনলাইন সংস্করণ

    হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা:  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আগামী ১৩ অক্টোবর (সোমবার) সাতক্ষীরা সফর করবেন। তাঁর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান।

    কেন্দ্রীয় সভাপতির আগমনকে ঘিরে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে চলছে নানা প্রস্তুতি।

    ওইদিন সকাল ৯টায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণির (২০২৫-২৬ সেশন) প্রায় ১ হাজার নবীন শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হবে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

    অনুষ্ঠানটি আয়োজন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ও সাতক্ষীরা শহর শাখা। নবীন শিক্ষার্থীদের বরণ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা এবং নৈতিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা ছাড়াও এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

    দিনের অন্য আয়োজনে বিকেল ৩টায় কেন্দ্রীয় সভাপতি যোগ দেবেন উপশাখা প্রতিনিধি সমাবেশে।

    এ বিষয়ে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান বলেন, কেন্দ্রীয় সভাপতির সাতক্ষীরা আগমন নিশ্চিত হয়েছে। ১ হাজার নবীনকে বরণ ও প্রতিনিধি সমাবেশকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সব আয়োজন সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি চলছে।

    অপরদিকে, কেন্দ্রীয় সভাপতির সফর উপলক্ষে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শাখাগুলোতেও কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।

    বর্তমানে জাহিদুল ইসলাম সংগঠনটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    বিআলো/ এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031