সাতক্ষীরায় ভাতে চেতনানাশক, একই পরিবারের ৬ জন অচেতন
হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার বড় খামার গ্রামে ভাতের সঙ্গে চেতনানাশক স্প্রে মিশিয়ে দেওয়ার ঘটনায় একই পরিবারের দুগ্ধপোষ্য ২ শিশুসহ ৬ জন অচেতন হয়ে পড়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বড় খামার গ্রামের বাসিন্দা মেহের আলী (৬৫), তার স্ত্রী মোমেনা খাতুন (৫০), দুই ছেলে আব্দুর রউফ (৪০) ও জিয়ারুল (২৬), নাতনি জান্নাতুল (৪) এবং পুত্রবধূ মিনারা (২০) দুপুরে ভাত খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে সবাই অচেতন হয়ে গেলে প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসক আব্দুল খালেকের পরামর্শে বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিবেশী নোয়াব আলী বলেন, “খাওয়ার কিছু পরেই সবাই অসুস্থ হয়ে পড়েন। গিয়ে দেখি সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। পরে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হয়।” তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।
বিডিএফ (ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী) প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব শাহাদাৎ হোসেন বাবু এ ঘটনাকে “অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়” উল্লেখ করে বলেন, “আমরা প্রশাসনকে দ্রুত তদন্ত চালিয়ে দায়ীদের শাস্তি দেওয়ার আহ্বান জানাই। একই সঙ্গে স্থানীয় জনগণকে খাদ্য নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।”
তিনি আরও অভিযোগ করেন, পুলিশের পর্যাপ্ত টহল না থাকার কারণে এলাকায় চুরি, মাদক ও সন্ত্রাস বেড়ে গেছে।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তবে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
বিআলো/শিলি