সাত কলেজ নিয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ও গুজব ছড়ানো হচ্ছে, যা মোটেও কল্যাণকর নয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা সচিব রেহানা পারভীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সি আর আবরার বলেন, “বাস্তবতার পরিপ্রেক্ষিতেই সাত কলেজ নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ নিশ্চিত করা যায়। সমস্যা তৈরি হয়েছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই।”
তিনি জানান, বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে একাধিক বৈঠক হয়েছে। “মন্ত্রণালয় ও ইউজিসি নিবিড়ভাবে কাজ করেছে। ইউজিসি আমাকে জানিয়েছে, এসব সভার লিখিত ও অডিও নথি সংরক্ষিত আছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই আমরা কাজ এগিয়ে নিচ্ছি,” বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা আরও জানান, কোনো নতুন বিশ্ববিদ্যালয় গঠনের জন্য আইন প্রণয়ন করতে হয়। এ উদ্দেশ্যে ইউজিসি একটি প্রস্তাবিত আইন খসড়া তৈরি করে মন্ত্রণালয়ে দিয়েছে। “আমরা অনলাইনে সাড়ে চার হাজারের মতো মতামত পেয়েছি, পাশাপাশি লিখিত মতামতও এসেছে। ১২ সদস্যের একটি টিম সেগুলো যাচাই-বাছাই করছে। আগামী ২০-২২ অক্টোবর সভায় মতামত উপস্থাপন করে চূড়ান্ত খসড়া আইন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে,” তিনি জানান।
গুজব প্রসঙ্গে আবরার বলেন, “এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা বিলম্ব হচ্ছে না। কিছু মহল ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়াচ্ছে, যা একেবারেই অগ্রহণযোগ্য ও পীড়াদায়ক। আমরা দ্রুততার সঙ্গে স্টেকহোল্ডারদের আলোচনায় এনে বিষয়টি চূড়ান্ত করবো।”
শেষে তিনি বলেন, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গঠন একটি চ্যালেঞ্জিং কাজ। তাই সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সংবেদনশীল হতে হবে। মিডিয়াকেও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বিআলো/এফএইচএস