‘সাত কলেজ বন্ধ করে অনুমাননির্ভর কোর্স চালু করা ভুল সিদ্ধান্ত’
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজ বন্ধ করে পরীক্ষামূলক বা অনুমাননির্ভর কোর্স চালুর সিদ্ধান্তকে ‘ভুল ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছে ‘বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ’।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, শিক্ষা নীতিনির্ধারণে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত না করায় এ খাতে বিশৃঙ্খলা বাড়ছে।
লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, “২০১৭ সালে রাজনৈতিক সিদ্ধান্তে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। পরবর্তীতে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।”
নেতারা আরও বলেন, “এখন কলেজগুলো বন্ধ করে অনুমাননির্ভর কোর্স চালু করা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হবে। বিষয়টি বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামতের ভিত্তিতে পুনর্বিবেচনা করা প্রয়োজন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল, গোলাম কিবরিয়া, অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, অধ্যাপক মোহাম্মদ কফিল উদ্দিন, প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহমেদ, অধ্যাপক এম এ সামাদ প্রমুখ।
বিআলো/শিলি



