• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাত ঘণ্টা পর সচল শাহজালাল বিমানবন্দর 

     dailybangla 
    19th Oct 2025 12:35 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সাত ঘণ্টা স্থায়ী অগ্নিকাণ্ডের পর রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর থেকেই দেশের প্রধান এই বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা আবার শুরু হয়েছে।

    শনিবার বেলা সোয়া ২টার দিকে কার্গো ভিলেজের আমদানি পণ্য সংরক্ষণ ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যার পর পর্যন্ত সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা যুক্ত হন আগুন নিয়ন্ত্রণে। রাত নাগাদ মোট ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিরাপত্তা নিশ্চিত করে ধীরে ধীরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করা হচ্ছে। রাত ৯টার পর দুবাই থেকে আসা একটি ফ্লাইট শাহজালালে অবতরণ করে।

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তার স্বার্থে অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে সব উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। কার্গো ভিলেজ এয়ারক্রাফট পরিচালনা এলাকা থেকে আলাদা হলেও, সতর্কতা হিসেবে পুরো বিমানবন্দর কার্যক্রম স্থগিত করা হয়।

    বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “আমরা যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালু করেছি, কারণ এটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো।”

    এই ঘটনায় কেউ নিহত হননি। তবে আগুন নেভাতে গিয়ে কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন বলে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন।

    প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। সরকার জানিয়েছে, কোনো ধরনের নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া ঘটনার কারণ অনুসন্ধানে শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে।

    কার্গো ভিলেজে সাধারণত পচনশীল পণ্য, ইলেকট্রনিকস ও হালকা যন্ত্রপাতি আমদানি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, তবে সংশ্লিষ্টরা বলছেন- এ ঘটনায় আমদানিকারকদের বড় আর্থিক ক্ষতি হতে পারে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031