সাধারণ আঁচিল না ত্বকের ক্যানসার বুঝবেন যা দেখে
বিআলো ডেস্ক: চর্মচিকিৎসকদের মতে, সাধারণত আঁচিল শরীরের পক্ষে ক্ষতিকর নয়। কিন্তু দেহের বিভিন্ন স্থানে আঁচিল হলে তা অস্বস্তির কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে আঁচিল ত্বকের ক্যানসারের উপসর্গ হতে পারে। সতর্ক হবেন কী ভাবে? সূত্র: আনন্দবাজার
বিভিন্ন ধরনের ত্বকের সমস্যার মধ্যে অন্যতম আঁচিল। যদিও এই সমস্যায় ব্যথা বা বিশেষ কোনও অস্বস্তি থাকে না। কিন্তু ভুক্তভোগী মাত্রই জানেন, আপাতনিরীহ মনে হলেও এই সমস্যা কতটা বিড়ম্বনার হতে পারে।
আঁচিল হওয়ার প্রবণতার দিকে নারী-পুরুষ উভয়েই সমানে সমান। তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আঁচিল হওয়ার হারও বেড়ে যায়। যেমন, মধ্যবয়সের পর আঁচিল হওয়ার প্রবণতা বেশি দেখা যায়।
এ ছাড়া, যাঁদের ওজন খুব বেশি ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অনেক সময় দ্বিতীয় ট্রাইমেস্টারে আঁচিলের প্রবণতা দেখা যায়।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে ত্বকের বাইরের স্তরে কিছু কোষের অতিরিক্ত বৃদ্ধি হলে আঁচিল তৈরি হয়। ত্বকের দু’টি স্তর পরস্পর ঘষা খেলেও অনেক সময় আঁচিল হতে পারে। সেই কারণে অনেক সময় বগল, চোখের পাতা, কুচকি কিংবা ঘাড়ে এই ধরনের আঁচিলের আধিক্য হয়। ডায়াবিটিস কিংবা স্থূলতাও শরীরে অতিরিক্ত আঁচিলের কারণ হতে পারে।
জিনগত কারণেও শরীরে আঁচিল দেখা দিতে পারে। শরীরে মেলানিনের উৎপাদন বেড়ে গেলেও আঁচিল হতে পারে। সূর্যের তাপে অনেক ক্ষণ থাকলে চামড়া পুড়ে যায়, সেই কারণেও আঁচিল হতে পারে।
শরীরে আঁচিলের আধিক্য কি কোনও রোগের উপসর্গ হতে পারে?
চর্মচিকিৎসকদের মতে, সাধারণত আঁচিল শরীরের পক্ষে ক্ষতিকর নয়। কিন্তু দেহের বিভিন্ন স্থানে আঁচিল হলে তা অস্বস্তির কারণ হতে পারে। সাধারণ আঁচিল হলে তাতে ব্যথা হওয়ার কথা নয়।
যদি দেখেন, আঁচিলের চারপাশে ব্যথা হচ্ছে, সেই স্থানে রক্তপাত হচ্ছে কিংবা একই অংশে হঠাৎ অনেকগুলি আঁচিল দেখা দিচ্ছে তা হলে কিন্তু বিষয়টা স্বাভাবিক নয়। আর কী কী উপসর্গ দেখে সতর্ক হবেন?
চিকিৎসক কিরণ শেঠি বলেন, একটু সতর্ক হলেই কিন্তু আমরা ত্বকের ক্যানসারের ঝুঁকি এড়াতে পারি। আঁচিলকে অনেকেই তেমন গুরুত্ব দেন না। তবে কিছু উপসর্গ দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
কী কী দেখে সতর্ক হবেন-
১) আঁচিলের একটা দিক অন্য দিকের থেকে আলাদা দেখতে হলে
২) আঁচিলের ধারটি অসমান হলে
৩) একটি আঁচিলের মধ্যে রঙের পার্থক্য থাকলে
৪) আঁচিলটি আকার ধীরে ধীরে বাড়লে
৫) আঁচিলটি উঁচু হতে শুরু করলে
বিআলো/শিলি