সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো ‘সুখের খামার সেলিব্রেশন নাইট’
নিজস্ব প্রতিবেদক: সুখের খামার এগ্রো লিমিটেডের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘সুখের খামার সেলিব্রেশন নাইট’। সম্প্রতি রাজধানী ঢাকায় আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে সুখের খামার এগ্রো ভিলেজ প্রকল্পের অংশীদারদের হাতে আনুষ্ঠানিকভাবে শেয়ার সনদ ও জমির সাব-কবলা দলিল হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখের খামারের প্রকল্প উপদেষ্টা ড. মো. জাহাঙ্গীর আলম, ড. শরীফ উদ্দিন প্রামাণিক, ড. মো. আলী আসগর খান ও ড. এ. এইচ. এম. কোহিনুর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক, ভোকালিস্ট, লিরিসিস্ট ও মিউজিক ডিরেক্টর শিল্পী মিলন মাহমুদ, সুখের খামারের চেয়ারম্যান তাসদীখ হাবীব এবং ম্যানেজিং ডিরেক্টর জোবায়ের ইসলাম।
অনুষ্ঠানে ছয় শতাধিক অতিথি ও অংশীদারের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ১৫৪ জন অংশীদারের হাতে আনুষ্ঠানিকভাবে শেয়ার সার্টিফিকেট ও জমির দলিল হস্তান্তর করা হয়, যা সুখের খামার এগ্রো ভিলেজের যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুখের খামার এগ্রো ভিলেজ একটি আধুনিক, টেকসই ও কমিউনিটি-ভিত্তিক কৃষি উদ্যোগ। নিরাপদ খাদ্য উৎপাদন, এগ্রো ট্যুরিজম এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুখের খামারের চেয়ারম্যান তাসদীখ হাবীব ও ম্যানেজিং ডিরেক্টর জোবায়ের ইসলাম বলেন, “এই সেলিব্রেশন নাইট শুধুমাত্র একটি দলিল হস্তান্তর অনুষ্ঠান নয়; এটি আমাদের অংশীদারদের প্রতি আস্থা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতীক। সুখের খামার সবসময় অংশীদারদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাবে।”
উল্লেখ্য, সুখের খামার এগ্রো ভিলেজ প্রকল্পটি দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করে বিনিয়োগবান্ধব ও পরিবেশসম্মত উদ্যোগ হিসেবে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
বিআলো/তুরাগ



