সাবেক কমিশনার শেখ মজনুর ৫ম মৃত্যুবার্ষিকী পালন
dailybangla
19th Jul 2025 3:41 pm | অনলাইন সংস্করণ
খুলনা ব্যুরো: খুলনার সিটি করপোরেশনের সাবেক কমিশনার মরহুম আলহাজ শেখ মজনুর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে আজ। ২০২০ সালের ১৯ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ছিলেন একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। এছাড়া তিনি ধার্মিক, শিক্ষা অনুরাগী, সমাজসেবক, দানবীর ছিলেন।
মরহুম আলহাজ শেখ মজনু বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেছেন। তাছাড়া তিনি জীবদ্দশাকালীন সময়ে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা, আর্থিক সহায়তা করেছেন। তিনি খুলনার সিটি করপোরেশনের তিন বার কমিশনার হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন মানুষের সেবা করে গেছেন। তার মৃত্যুবার্ষিকীতে পরিবার নানা কর্মসূচি পালন করছেন। মিলাদ মাহফিল, কুরআন খতমের আয়োজন করা হয়েছে।
ইমরান/বি আলো