সাবেক পুলিশের ওসি থেকে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী
পুলিশের ওসি থেকে রাজনীতিতে
নিজস্ব প্রতিবেদক: পুলিশের কঠোর দায়িত্ব থেকে এবার রাজনীতির মাঠে। এটাই এখন নওগাঁর আলোচনার কেন্দ্রবিন্দু। নওগাঁ সদর উপজেলার ফতেপুর পূর্বপাড়া ও পশ্চিম মঙ্গলপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারের মধ্য দিয়েই শুরু হয়েছে তার নির্বাচনী যাত্রা।
সরকারি চাকরি থেকে অবসরের পর এবার বিএনপির এমপি পদে মনোনয়ন প্রত্যাশী তিনি। দীর্ঘ প্রশাসনিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন দলের কর্মসূচি ও ভিশন।
উল্লেখ্য, তিনি ছিলেন নওগাঁ সরকারি কলেজ ছাত্র সংসদের প্রথম ডিপি (ডেপুটি প্রেসিডেন্ট), কলেজ ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি। জাতীয়তাবাদী ছাত্রদলের নওগাঁ সরকারি কলেজ শাখার সদস্য হিসেবে সক্রিয় ছিলেন। এছাড়া তথ্য সংগ্রহ কমিটি এবং বিএনপির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
মোঃ মাহবুবুর রহমান ডাবলু, প্রতিষ্ঠাতা ভিপি, নওগাঁ সরকারি কলেজ বলেন—“আমাদের সাবেক ভিপি ছাত্র রাজনীতি থেকেই ছিলেন একজন দূরদর্শী মানুষ। পুলিশে দায়িত্ব পালন শেষে রাজনীতির মাঠে আসাটা সময়োপযোগী সিদ্ধান্ত। তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরার মাধ্যমে তিনি ইতোমধ্যেই আলোচনায় এসেছেন।”
বিআলো/তুরাগ