• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক 

     dailybangla 
    16th Jul 2025 4:44 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জমি দখল, হুন্ডি, জালিয়াতি, কমিশন বাণিজ্য ও মানিলন্ডারিংসহ একাধিক গুরুতর অভিযোগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর নামে থাকা প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    বুধবার (১৬ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    তিনি বলেন, গোলাম দস্তগীর গাজী সংঘবদ্ধ অপরাধচক্রের মাধ্যমে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, প্রতারণা, জালিয়াতি, হুন্ডি লেনদেন এবং ইনভয়েস জালিয়াতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

    সিআইডির তদন্ত অনুযায়ী, রূপগঞ্জ থানার খাদুন এলাকায় মোট ৬৯টি দলিলের আওতায় ৪,৮৭৯.৯২ শতাংশ জমি গোলাম দস্তগীর গাজী নিজের নামে অথবা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে অর্জন করেন। এই জমির দলিল মূল্য আনুমানিক ১৬ কোটি ৫২ লাখ টাকা হলেও, অবকাঠামোসহ বর্তমান বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা।

    এই সম্পত্তিগুলো ২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে অর্জিত হয় বলে তদন্তে জানা গেছে।

    সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম শাখার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে গত ৮ জুলাই ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত এই সম্পত্তিগুলোর উপর ক্রোকের আদেশ জারি করেন।

    সিআইডি জানায়, গোলাম দস্তগীর গাজী, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অপরাধচক্রের একাধিক ব্যক্তির বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তদন্ত চলছে। ইতোমধ্যে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহে বিভিন্ন সংস্থায় চিঠি পাঠানো হয়েছে।

    সিআইডি আরও জানিয়েছে, যথাযথ প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930