সাবেক মন্ত্রী মেজর (অব.) আক্তারুজ্জামানের জামায়াতে ইসলামীতে যোগদান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়াতে ইসলামীর সঙ্গে যোগদান করেছেন।
শনিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। সাক্ষাৎকারে তিনি সংগঠনের নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং সার্বভৌমত্ব রক্ষায় তার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্তারুজ্জামান বলেন, “আমি ইসলামি মূল্যবোধ, দেশের স্বার্থ ও স্বাধীনতার রক্ষায় আমার বাকি জীবন অর্পণ করতে চাই।” তিনি দলীয় শৃঙ্খলা ও আনুগত্য মেনে চলার অঙ্গীকারও করেন।
তিনি আগে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন এবং ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনে কটিয়াদী-পাকুন্দিয়া আসনে বিএনপি প্রার্থী হিসেবে হেরে যান।
বিআলো/শিলি



