সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার
dailybangla
23rd Jun 2025 2:13 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক দুই সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (২২ জুন) দিবাগত রাতে ঢাকার নবাবগঞ্জ থেকে সংরক্ষিত আসনের সাবেক এমপি ও মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারে গেলে স্থানীয়দের অনেকে তাকে নির্দোষ দাবি করে প্রতিবাদ জানান।
এছাড়া একই রাতে রাজধানীর মনিপুরীপাড়া এলাকার একটি বাসা থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধেও আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে।
বিআলো/শিলি