• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাভারে ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে ফ্রি ওয়ার্কশপ 

     dailybangla 
    25th Oct 2025 5:12 pm  |  অনলাইন সংস্করণ

    সাভারে ২৫ জন উদ্যোক্তার ডিজিটাল সনদপ্রাপ্তি
    নতুন ব্যবসায়ীক ধারণা ও প্রযুক্তির ব্যবহার শিখলেন তরুণ উদ্যোক্তার

    সাভার প্রতিনিধি: ডিজিটাল দক্ষতা বাড়িয়ে নতুন প্রজন্মকে সক্ষম করে তুলতে সাভারে ফ্রি ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ ও মতবিনিময় সভার আয়োজন করেছে দিয়ামনি ই কমিউনিকেশন।

    শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সাভার কিডস ইউনিভার্সিটি ও ফেয়ার আঞ্জুমান স্কুল থানা রোডে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে প্রদান করা হয় সনদপত্র।

    বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে ডিজিটাল অগ্রগতিতে এগিয়ে নিতে, দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করছে দিয়ামনি ই কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ প্রকল্প গ্রহণ করেছে সংগঠনটি।

    এ ওয়ার্কশপে সঠিক ব্যবসা পরিচালনা, বিকাশ কৌশল ও বাজারে প্রতিষ্ঠিত হওয়ার উপায় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইবিজ ডিজিটালের সিওও আসিফ নেওয়াজ। সাভারসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ২৫ জন উদ্যোক্তা এ প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়।

    উক্ত অনুষ্ঠানে ট্রেইনার হিসেবে উপস্হিত ছিলেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইবিজ ডিজিটালের সিওও আসিফ নেওয়াজ। এ সময় সাভারসহ আশেপাশে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২৫ জন উদ্যোক্তাকে ট্রেনিং করানো হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকেশনের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে সে সময় উপস্থিত ছিলেন সাভার ফেয়ার আঞ্জুমান স্কুলের প্রিন্সিপাল মো: আব্দুল হাকিম, সাভার কিডস ইউনিভার্সিটির প্রিন্সিপাল মো: শহিদুর রহমান,সাভারের মডারেটর মুক্তা খন্দকার ও শাম্মী আক্তার। অনুষ্ঠানটির পরিকল্পনায় ও সঞ্চালনায় ছিলেন সংগঠনটির চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব ।

    এ সময় সংগঠনের চেয়ারম্যান জানায়, দেশে অনেক শিক্ষিত তরুণ মেধাবী রয়েছে।দেশে চাহিদার তুলনায় কর্মক্ষেত্র কম থাকায় নিজে কিছু করতে চাওয়া শিক্ষিতর সংখ্যা বেশি।কিংবা অনেকে নিজে ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে চায় নিজের প্রতিষ্ঠান তৈরি করতে চায়।তবে তারা কি ভাবে ব্যবসা শুরু করবে সঠিক দিকনির্দেশনা তথ্য পরামর্শ কিংবা প্রশিক্ষণের অভাবে উদ্যোগ নিতে সাহস পাচ্ছে না। অন্য দিকে কেউ কেউ প্রাথমিক অবস্থায় একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেও সঠিক দিকনির্দেশনা ব্যবসার পরিকল্পনা,ব্যবসা পরিসরের পদ্ধতি সম্পর্কে ধারনা না থাকায় তারা বিশ্বের সাথে তাল মেলাতে না পেরে পিছিয়ে পড়ছে।তাদের মত তরুণ মেধাবী উদ্যোক্তাদের জন্যই পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন নিয়ে এসেছে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’। এ প্রশিক্ষণটির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা মেধাবী উদ্যোক্তারাও তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।আমাদের এ ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তোলা ।

    আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশে ইতিমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছি।পর্যায়ক্রমে ঢাকা সহ ৬৪ জেলা এবং উপজেলা গুলোতে দিয়ামনি ই কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এর মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম সম্পন্ন করবো।এ ছাড়া আরো প্রকল্প হাতে নিচ্ছে সংগঠনটি। উদ্যোক্তাদের ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করার পাশাপাশি ব্যবসা বাড়ানোর জন্য ভবিষ্যতে তাদের দিক নির্দেশনা দিয়ে পাশে থাকবেন বলে এ আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ।

    উল্লেখ্য, দিয়ামনি ই কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বিশ্বাস করে—এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও গড়ে উঠবে প্রযুক্তি-সমৃদ্ধ দক্ষ উদ্যোক্তা, যারা ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031