• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাভারে দিয়ামনি-ই কমিউনিকেশনের স্টল ফ্রি উদ্যোক্তা মেলা, ২৫ উদ্যোক্তার অংশগ্রহণ 

     dailybangla 
    16th Jan 2026 6:40 pm  |  অনলাইন সংস্করণ

    সাভার প্রতিনিধি: উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা ও তাদের পণ্যের বাজার সম্প্রসারণে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে সাভারে অনুষ্ঠিত হলো স্টল ফ্রি উদ্যোক্তা মেলা। দিয়ামনি-ই কমিউনিকেশনের আয়োজনে এ মেলায় বিনামূল্যে স্টল সুবিধা পেয়ে অংশগ্রহণ করেন ২৫ জন স্থানীয় উদ্যোক্তা।

    শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সাভারের থানা রোডস্থ মামুন পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিয়ামনি-ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল হতে হবে এবং সময়ের সঙ্গে নিজেদের দক্ষতা ও সক্ষমতা ধারাবাহিকভাবে উন্নত করতে হবে। সময়োপযোগী জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ছাড়া ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে পড়ে।

    তিনি আরও বলেন, শুধুমাত্র মূলধন থাকলেই একজন উদ্যোক্তা সফল হতে পারেন না। সঠিক দিকনির্দেশনা, আধুনিক জ্ঞান, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার এবং দূরদর্শী পরিকল্পনাই উদ্যোক্তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়। উদ্যোক্তাদের গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে এসে নতুন আইডিয়া, উদ্ভাবনী কৌশল ও ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি গুরুত্ব দিতে হবে।

    দিয়ামনি-ই কমিউনিকেশন শুরু থেকেই উদ্যোক্তাদের বাস্তব চাহিদা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছে উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি ‘ডিজিটাল নলেজ শেয়ারিং প্রকল্প’ বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় সারা দেশে কর্মশালার মাধ্যমে উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা পরিচালনা, ব্র্যান্ডিং ও গ্রাহক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা তারা বাস্তবে ব্যবসায় প্রয়োগ করে সুফল পাচ্ছেন।

    সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উদ্যোক্তারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন এবং নিয়মিত জ্ঞান ও দক্ষতা উন্নয়নে মনোযোগী হন, তবে দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। দিয়ামনি-ই কমিউনিকেশন ভবিষ্যতেও উদ্যোক্তাদের পাশে থাকবে।

    মেলায় চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্বের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল বাহার জাহিদ।

    এর আগে সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ স্বাগত বক্তব্যের মাধ্যমে ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করেন ‘হাল ছেড়ো না বন্ধু’র প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নার্গিস আহমেদ সেতু, সাভার মডারেটর মুক্তা খন্দকার, মামুন পার্টি সেন্টারের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন, শাম্মী আক্তারসহ দিয়ামনি-ই কমিউনিকেশনের সাভার টিমের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    উদ্যোক্তা মেলায় ২৫টি স্টলে স্থানীয় উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করেন। পণ্যের আকর্ষণীয় উপস্থাপন ও ক্রেতাবান্ধব মূল্য নির্ধারণের কারণে সারাদিনই মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

    দিনের শেষে সর্বোচ্চ বিক্রয়কারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া মেলায় অংশগ্রহণকারী সকল স্টল মালিককে অংশগ্রহণ সনদ প্রদান করা হয়।

    উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ামনি-ই কমিউনিকেশন নিয়মিতভাবে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, পুনর্বাসন ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, যাতে তাদের প্রতিভা ও সৃজনশীলতার যথাযথ স্বীকৃতি পাওয়া যায়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031