সাভারে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক, সাভার: সাভারের হেমায়েতপুরে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন চলন্তিকা হাউজিং এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিতাস গ্যাসের শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও নগদ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় চলন্তিকা হাউজিং এর মালিক মো. মামুনের নিজের ১০ তলা ভবনে অবৈধ সংযোগ থাকায় ভ্রাম্যমান আদালত তাকে নগদ দেড় লক্ষ টাকা জরিমানা করে। সতর্ক করে দেন। এছাড়াও চলন্তিকা হাউজিং এলাকার প্রায় ১ কিলোমিটার নিম্নমানের পাইপলাইন মাটি খুড়ে জব্দ করা হয়। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় প্রায় শতাধিক বাড়ির সংযোগ।
জানা গেছে, এই চলন্তিকা হাউজিং এলাকায় এ পর্যন্ত ৫/৬ বার অভিযান পরিচালনা করার পড়েও এখানে অবৈধ সংযোগের ছড়াছড়ি। কারণ হিসেবে স্থানীয়রা জানায়, একদিকে সংযোগ বিচ্ছিন্ন করে আবার একশ্রেণীর দালাল চক্র রাতে আঁধারে সংযোগ লাগিয়ে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা।নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, এদের সঙ্গে তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তারা জড়িত রয়েছে। নইলে বার বার সংযোগ বিচ্ছিন্ন করার পড়েও কিভাবে বার বার অবৈধ কাজ করার সাহস পায় প্রশ্ন তাদের।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান, প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মো. মামুন নামে এক ভবন মালিককে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালে মো. খাদেমুদ্দিন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল।
বিআলো/তুরাগ