সামাজিক উন্নয়ন ও আর্থিক নিরাপত্তায় এসডিআই–সুস্থ জীবনের নতুন বছরের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের সূচনা মানেই নতুন প্রত্যাশা, নতুন পরিকল্পনা ও এগিয়ে যাওয়ার অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখে অনাড়ম্বর অথচ উৎসবমুখর আয়োজনে সামাজিক সংগঠন সুস্থ জীবন ও আর্থিক প্রতিষ্ঠান এসডিআই (SDI)–এর যৌথ ব্যবস্থাপনায় নতুন বছরের কর্মসূচি পালিত হয়েছে।
একইসঙ্গে এসডিআই-এর একটি বিশেষ ও যুগান্তকারী আর্থিক পণ্যের শুভ উদ্বোধন করা হয়, যা ২০২৬ সালের পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
রাজধানীর একটি অভিজাত স্থান পানশী রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সুস্থ জীবন সংগঠনের সদস্য, তাঁদের পরিবারবর্গ, এসডিআই-এর কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুস্থ জীবন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এসডিআই-এর নির্বাহী পরিচালক সামছুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা ও সঞ্চয়ের সুযোগ সম্প্রসারণই এসডিআই-এর মূল লক্ষ্য। নতুন এই আর্থিক সেবাটি ২০২৬ সালের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রাহকদের জন্য একটি নিরাপদ ও সময়োপযোগী সমাধান হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসডিআই-এর সিনিয়র সহকারী পরিচালক মুহীদ তানজিম হক, পরিচালক মো. কামরুজ্জামান, সুস্থ জীবন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শংকর বিকাশ সাহা এবং বিশেষ অতিথি মজুমদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সুস্থ জীবন সংগঠনের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ও গণ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. আবুল হোসেন। তিনি বলেন, “সামাজিক সংগঠন ও এনজিওগুলো দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়নে যে ভূমিকা রাখছে, তা রাষ্ট্রীয় উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল যমুনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদ–এর বক্তব্য। তিনি এনজিও খাতের আর্থিক সেবার ভূয়সী প্রশংসা করে বলেন, “প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণখেলাপির কারণে সাধারণ আমানতকারীরা ঝুঁকির মধ্যে পড়ছেন। অথচ এনজিওগুলো তৃণমূল পর্যায়ে কাজ করে সাধারণ মানুষের আর্থিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের মোট ঋণের ২.৫ শতাংশ কৃষি খাতে বিতরণ বাধ্যতামূলক হলেও এই হার আরও বাড়ানো প্রয়োজন। এতে সাধারণ মানুষের আর্থিক উন্নতির পাশাপাশি ব্যাংকিং খাতও ঝুঁকিমুক্ত হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, সুস্থ জীবন একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন। সংগঠনের সদস্যরা প্রতিদিন সকালে রাস্তার পাশে ও লেকপাড়ে হাঁটার মাধ্যমে সুস্থ জীবনচর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বন্যা, শীতসহ দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সংগঠনটি নিয়মিতভাবে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করে আসছে।
অনুষ্ঠানে এসডিআই-এর সিনিয়র পরিচালক, সহকারী পরিচালকসহ সাভার ও ধামরাইয়ের বিভিন্ন শাখার কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সুস্থ জীবন সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে এসডিআই-এর পক্ষ থেকে কেক কাটার মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। পাশাপাশি উপস্থিত সকলের মধ্যে নতুন বছরের ডায়েরি, ক্যালেন্ডারসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিআলো/তুরাগ



